ঢালিউড সুপারস্টারের দুই সন্তান থাকলেও তাকে নিয়ে প্রেমের গুঞ্জন পিছু ছাড়েনি। কিছুদিন ধরে তার প্রায় অর্ধবয়সী চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গেও প্রেমের কথা শোনা গেছে। মূলত একটি সিনেমায় একসঙ্গে তারা কাজ করার পরই তাদের মধ্যকার প্রেমের কথা ছড়ায়।
এছাড়া শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এ নায়িকা বলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এ ধরনের গুঞ্জন ছড়াবেই। আবার কিছুদিন পর দেখা যায় ওই সবই মিথ্যা। তবে শিল্পীদের সবসময় তাদের কাজ দিয়ে বিচার করা উচিত। আর নায়কের সঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা বলেন, কাজ হলে অবশ্যই তা আপনারা দেখতে পাবেন।
উল্লেখ্য, অনেকেরই ধারণা এ নায়কের সঙ্গে ‘গলুই’ সিনেমা করতে গিয়ে প্রেমের সম্পর্ক হয় পূজা চেরির। এমনটাও চর্চা ছিল, সেই সম্পর্কের কারণে নাকি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছিল পূজার। যদিও এসবের পক্ষে কখনো কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় নতুন কাজে যুক্ত হচ্ছেন পূজা চেরি। এবার এ নির্মাতার ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। হয়তো হঠাৎ শাকিব খানের সঙ্গে কাজের খবরও চলে আসবে বলে জানিয়েছেন পূজা চেরি।
0 Comments