প্রধান উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আশ্বাস পেলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

(২৬ মিনিট আগে) ১৮ নভেম্বর ২০২৪, সোমবার, ৮:৫৬ অপরাহ্ন 



অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে সচিবালয়ে অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রতিষ্ঠানটির ১৪ শিক্ষার্থী। সোমবার রাতে বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন সচিবালয়ে বৈঠকে অংশ নেয়া দুই শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের দাবীতে আন্দোলন করা শিক্ষার্থীদের অন্যতম একজন মতিউর রহমান মানবজমিনকে বলেন, কাল আমাদের আন্দোলন চলবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চার জন ব্যক্তি আমাদের সাথে বসবেন। আমাদেরকে কালকেই এই বিষয়ে একটা সিদ্ধান্ত জানাবেন। এই আশ্বাস নিয়ে আমরা আমাদের কলেজে ফিরে যাচ্ছি। 
তাদের দাবীগুলো শোনার পরে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম এই আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। মেহেদী হাসান মাল নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা রাজপথ থেকে সচিবালয়ে গিয়েছি। শুরুতে আমাদের দাবি মেনে চার সদস্যের একটি কমিটি গঠন করে দেয়ার কথা বলা হয়েছিলো। সেটি প্রেস রিলিজের আকারে দেয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। আমরা তখন অনশন করার সিদ্ধান্ত নেই। এরপর ড. এম আমিনুল ইসলাম আমাদেরকে আশ্বস্ত করেন আগামীকাল প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে বসবেন। এজন্য আমরা অনসনের সিদ্ধান্ত থেকে সরে সচিবালয় বের হয়ে এসেছি। তবে মঙ্গলবার কখন আলোচনায় বসবে সেই সময় জানানো হয়নি বলেও জানান মেহেদী হাসান।

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন ১৪ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে বেশ কয়েকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। সেই ধারাবাহিকতায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করে।

সূত্র- মানবজীবন 


Post a Comment

0 Comments