ছবি: সংগৃহীত
২০২৪ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে আফগানিস্তানের ১৭ বছর বয়সী নিলা ইব্রাহিমি। নারী কণ্ঠস্বরকে শক্তিশালী করার লক্ষ্যে আফগান মেয়েশিশুদের অধিকার নিয়ে সাহসী কর্মকাণ্ডের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।
নিলা ইব্রাহিমি কাবুলের স্কুলগুলোতে মেয়েদের গান গাওয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে প্রচেষ্টা চালায়। এই সময় সে নিজের গান গাওয়ার একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। ভিডিওটি ‘আইঅ্যামমাইসং’ নামে একটি প্রচারণা হিসেবে পরিচিতি লাভ করে।
বর্তমানে নিলা তার পরিবারসহ কানাডায় বসবাস করছে। কানাডায় অবস্থানকালে সে আফগান মেয়েদের অধিকার নিয়ে তার কাজ অব্যাহত রেখেছে। এছাড়া, নিলা ‘হার স্টোরি’ নামে একটি প্রচারণা শুরু করে, যেখানে সে আফগান মেয়েদের নিজেদের গল্প শেয়ার করতে উৎসাহিত করে এবং সেইসব মেয়েদের কণ্ঠস্বরকে সামনে আনার চেষ্টা করছে, যারা দুর্ভোগের শিকার।
বিভি/আইজে
0 Comments