ডব্লিউজিইআইডি’র ভাইস-চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

 

ডব্লিউজিইআইডি’র ভাইস-চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষা

Grażyna Baranowska, vice-chairperson of the UN Working Group on Enforced or Involuntary Disappearances (WGEID), discusses concerns over alleged past incidents during a meeting with Bangladesh Army Chief General Waker-Uz-Zaman at Army Headquarters on Monday, June 16, 2025. Photo: Facebook/Bangladesh Army

বিচার ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

জাতিসংঘের নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের (WGEID) ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা সোমবার (১৬ জুন ২০২৫) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি অতীতে ঘটে যাওয়া কিছু অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যেখানে সেনাবাহিনীর কিছু সদস্য র‌্যাব, ডিজিএফআই ও বিজিবির মতো সংস্থায় প্রেষণে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এসব সংস্থায় কর্মরত সেনা সদস্যরা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীন প্রশাসনিক নিয়ন্ত্রণে কাজ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকারাবদ্ধ।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের যেকোনো তদন্ত কার্যক্রমে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

Post a Comment

0 Comments