![]() |
আরও ২৬ জন শনাক্ত |
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪৯৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তবে করোনায় কারও মৃত্যু হয়নি।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ডেঙ্গু পরিস্থিতি
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে সর্বাধিক ১১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম (৪৩), ঢাকা সিটি এলাকার বাইরে (৪৩), খুলনা (১৬), ময়মনসিংহ (৫), রাজশাহী (২৯), সিলেট (১), ঢাকা উত্তর সিটি (২৬) ও দক্ষিণ সিটি (৪৫) এলাকা থেকেও রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬ জন মারা গেছেন, এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮,৮৭০ জন রোগী। শুধু জুন মাসেই ভর্তি হয়েছেন ৪,৫২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১,০৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকায় ৩১৮ জন এবং ঢাকার বাইরে ৭৬৭ জন।
করোনা পরিস্থিতি
করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে ২৯,৫১৮ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯৯ জন, এবং মৃত্যুবরণ করেছেন ১৯ জন।
0 Comments