ইরানে সম্প্রতি পরিচালিত একটি গোপন অভিযানে সফলতার জন্য মোসাদ সদস্যদের প্রশংসা করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বারনিয়া। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সিআইএর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, ইরানের ওপর নজরদারি আরও জোরদার করা হবে।
বুধবার সম্প্রচারিত এক ভিডিও বার্তায় বারনিয়া বলেন,
“আমরা সতর্ক থাকব এবং ইরানের প্রতিটি প্রকল্পকে আগের মতোই গভীর পর্যবেক্ষণের আওতায় রাখব।”
এর আগে ১৩ জুন রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়, ইসরায়েলি বাহিনী এবং মোসাদ যৌথভাবে ইরানে অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থা ধ্বংস করেছে। ইসরায়েলের ১২ দিনের এই বিমান অভিযানের শেষ হয় মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার এক যুদ্ধবিরতির মাধ্যমে।
বারনিয়া আরও বলেন, “সিআইএ আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী। তাদের সঙ্গে যৌথভাবে কাজ করেই পুরো অভিযানটি সফল করা সম্ভব হয়েছে।”
রয়টার্স জানায়, বহু বছর ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানে সম্ভাব্য লক্ষ্যবস্তুর ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আসছিল। এবারের অভিযানে ইরানের কয়েকজন সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
একইদিন রাতে আরেকটি ভিডিও বার্তায় ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানান, “ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যাপক ও ধ্বংসাত্মক আঘাত হানা হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের অনেক বছর লেগে যাবে।”
বিশ্লেষকদের মতে, এই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েল জানিয়েছে, ইরানের কার্যক্রম পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে মোসাদ আবারও পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।
সূত্র:রয়টার্স
0 Comments